বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ সময়

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

পোস্টে আইন উপদেষ্টা লেখেন, ‘শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট পাওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’

এর আগে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন,
‘এই হত্যাকাণ্ডের জন্য অবশ্যই একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক মানের পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নেওয়া হোক। আমরা কোনো তথাকথিত “বন্দুকযুদ্ধ” চাই না—আমরা চাই প্রকাশ্য ও স্বচ্ছ বিচার।’

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন মহল থেকে ক্রমেই চাপ বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102