বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিতর্কিত নির্বাচনের বদনাম ঘুচিয়ে দিতে চায় ইসি: সিইসি নাসির উদ্দিন

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ সময়

অতীতের বিতর্কিত তিনটি নির্বাচনের কারণে যে বদনাম সৃষ্টি হয়েছে, তা ঘুচিয়ে দিতে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আইনের শাসন কাকে বলে—এবার তা বাস্তবে দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপিসহ সারাদেশের মাঠ প্রশাসনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্য চার নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।

ডিসি-এসপিদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার আইনের শাসন নিশ্চিত করেই একটি ভালো নির্বাচন উপহার দিতে চায় কমিশন। তিনি বলেন, আইন সবার জন্য সমান, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না। মাঠ প্রশাসনকেই এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

বক্তব্যের শুরুতে সিইসি শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের সামনে এখন একটি বড় জাতীয় ও শাসনতান্ত্রিক দায়িত্ব এসে পড়েছে। মাঠ পর্যায়ে যারা কার্যকরভাবে সরকার ও রাষ্ট্রযন্ত্র সচল রাখেন, প্রকৃত অর্থে তারাই এই দায়িত্ব বহন করছেন।

ডিসি-এসপিদের উদ্দেশে তিনি আরও বলেন, এই ক্রান্তিলগ্নে দেশকে সঠিক পথে ও সঠিক অবস্থায় রেখে যাওয়ার দায়িত্ব তাদের ওপরই বর্তেছে। মাঠ প্রশাসন কাজ না করলে নির্বাচন কমিশনের কর্তৃত্ব কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ব্যবস্থাকে সচল রাখা, সিস্টেমকে কার্যকর করা এবং জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার পূর্ণ দায় মাঠ প্রশাসনের ওপর রয়েছে বলে উল্লেখ করেন সিইসি।

নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা ও নির্বাচন ‘ম্যানেজ’ করার অভিযোগ তোলা হচ্ছে। এই অপবাদ থেকে মুক্তি পেতেই কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায়।

তিনি বলেন, এটি কেবলমাত্র আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমেই সম্ভব, আর মাঠে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমেই সেই আইনের শাসন বাস্তবায়ন হবে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102